বেগম খালেদা জিয়াকে আবারো করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮১২ বার পড়া হয়েছে
শারীরিক অবস্থার হঠাৎ অবনতির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
দুপুরে তাকে সিসিইউ’তে নেয়া হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় চিকিৎসকরা এই সিদ্ধান্ত নেন। এর আগে ৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সিসিইউ থেকে তাকে হাসপাতালের কেবিনে নেয়া হয়। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা এবং লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার।















