বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ৮ম দিনের মতো সাক্ষ্যগ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ৮ম দিনের মতো সাক্ষ্যগ্রহণ নেয়া হবে। সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছেন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারি।
আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে তিনজন পলাতক, আর ২২ আসামি কারাগারে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।















