বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনকে ঘিরে ভারতে তোলপাড়

- আপডেট সময় : ০৯:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতে। প্রতিবেদনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখান করেছে বিজেপি সরকার। অন্যদিকে বিরোধী দলের অভিযোগ, ব্যর্থতা আড়াল করতেই প্রকৃত মৃতের সংখ্যা প্রত্যাখান করছে সরকার।
দেশটির সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ কুমার পাল বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কৌশল বা মডেলের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করেছে তা সঠিক নয়। এখানে কেবলমাত্র আনুমানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এছাড়াও সব রাজ্যের তথ্যও সংগ্রহ করা হয়নি। একটি রাজ্যের পরিসংখানের ভিত্তিতে আরেকটি রাজ্যের তথ্যে কাঠামো তৈরি করা হয়েছে। যা পরিসংখ্যান তৈরির জন্য খুবই দুর্বল পদ্ধতি। তাই বিশ্ব স্বাস্থ সংস্থার প্রতিবেদন প্রত্যাখান করছে ভারত। এদিকে কংগ্রেস নেতা রাশিদ আলভি বলছেন, বিজেপি সরকার বিশ্ব স্বাস্থ সংস্থার সব প্রতিবেদনই গ্রহণ করেছে। কিন্তু যখনই মৃতের সংখ্যা সরকারের হিসাবের চেয়ে বেশি হয়েছে তখনই তারা এই প্রতিবেদন প্রত্যাখান করেছে। এতেই স্পষ্ট হয় যে, প্রাণহানির আসল সংখ্যা আড়াল করেছে কেন্দ্রীয় সরকার।