বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ করছে সারাদেশ

- আপডেট সময় : ০২:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ করছে সারাদেশ।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও হাজারো মানুষ। এরপর সিটি কর্পোরেশন ও নগর আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র আ জ ম নাসির, বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান এবিএম আজাদ জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
খুলনায় মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে শহীদ মিনার বেদীতে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্প্যমাল্য অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার ও সিটি মেয়রের পূষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বগুড়ায় ভাষা শহীদদের স্মরণ করা হয়। প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবসে প্রভাত ফেরী ও আলোচনা সভা করা হয়েছে। বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ফেনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে গাইবান্ধায় একুশের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। গাজীপুরে রাত ১২ টা ১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় জামালপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। যশোর শহরের পুরাতন কসবা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাতে ঢল নামে হাজারো মানুষের। ঝিনাইদহে প্রভাত ফেরীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা সর্বস্তরের মানুষ।
মানিকগঞ্জে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। নানা কর্মসূচির মাধ্যমে মেহেরপুরে পালন করা হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ময়মনসিংহে টাউন হল প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সুখী সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে নড়াইলে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে ভাষা দিবসের কর্মসূচি শুরু করা হয়।শেরপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। টাঙ্গাইলে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন সর্বস্তরের মানুষ।