বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরের বাসিন্দারা।
দুপুর ১২টার দিকে হঠাৎ করেই কয়েক হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা জানান, ২০ বছরেরও বেশি সময় ধরে জঙ্গল ছলিমপুরের দুর্গম পাহাড়ে বসবাস করছেন তারা। কিন্তু হঠাৎ করেই এই এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে নারী-শিশু-বৃদ্ধসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বিদুৎ-পানির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।