বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার : কাদের
- আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৪৭ বার পড়া হয়েছে
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের সহিংসতা হলে বাধা আসবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মেট্রোরেল নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বিরোধী রাজনীতির মূল ইস্যু হচ্ছে সরকারই সব অপরাধে অপরাধী। বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে, তাদের এমন বক্তব্যে বাস্তবতার সঙ্গে কোন মিল নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের লাগাম টানার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। মেট্রোরেলের প্রযুক্তি ত্রুটিমুক্ত রাখতে কাজ চলছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।























