বিএনপির উস্কানিমূলক বক্তব্য বন্ধ হলেই রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ সুগম হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
বিএনপির উস্কানিমূলক বক্তব্য বন্ধ হলেই রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ সুগম হবে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মিলানায়তনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির শোক দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি। হানিফ বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী ও অশুভ শক্তির প্ল্যাটফর্ম। দলটির আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলেও দাবি করেন তিনি। মানুষের মধ্যে বিভক্তিকে কাঙ্খিত উন্নয়নের পথে বাঁধা উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, এ বিভক্তির মূলেই রয়েছে বিএনপি-জামায়াত।