বালুভর্তি ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন।
সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ত্রিশাল থেকে অটোরিকশাটি বালিপাড়া যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সাত্তার ও যাত্রী কলিমউদ্দিন নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।