বান্দরবানে ভাল্লুকের আক্রমণে এক বৃদ্ধ গুরুতর আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বান্দরবনে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত বৃদ্ধকে বাঁচাতে হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিকেলে পৌছে দিলো সেনাবাহিনী।
আহত ত্রইল মুরং সমথং জঙ্গলে পানি আনতে গেলে ভাল্লুকের আক্রমণের শিকার হন। মুমূর্ষ অবস্থায় তাকে নিকটস্থ বলাইপাড়া আর্মি ক্যাম্পে নেয়া হলে চট্টগ্রামের জিওসির নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসে নেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে দুই মৃত্যুপথযাত্রী উপজাতিকে হেলিকপ্টারে একইভাবে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়েছিল।