বান্দরবান সদর হাসপাতালে বসেছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
করোনা রোগীসহ যেকোন জটিল রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহে বান্দরবান সদর হাসপাতালে বসেছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট।
সকালে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এ অক্সিজেন প্লান্ট-এর উদ্বোধন করেন। এ সময় ১০০ শয্যা বিশিষ্ট বান্দরবান সদর হাসপাতালের প্রতিটি শয্যায় এই অক্সিজেন লাইন চালু হয়। বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সদর হাসপাতাল প্রাঙ্গণে ৩ কোটি ২৫ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে বসানো এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থেকে পাইপের মাধ্যমে পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে।






















