বান্দরবান-কক্সবাজারের পর এবার টেকনাফ সীমান্তে মিয়ানমারের গোলাগুলির শব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার পর এবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজড়পাড়া সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে।
ভোররাত থেকে একের পর এক মর্টারের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইক্যং কানজড়পাড়া এলাকা। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ জালাল বলেন, গোলার বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না।
শুধু কানজড়পাড়ায় নয়, হোয়াইক্যংর বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে।
এ বিষয়ে বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।




















