বাজেট নিয়ে খুশি নয় বগুড়ার মানুষ
- আপডেট সময় : ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
বাজেট নিয়ে খুশি নয় বগুড়ার মানুষ। করের আওতা বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় হতাশ তারা। আর কালো টাকা সাদা করার সুযোগকে ভালো চোখে দেখছে না সচেতন মানুষ। তবে বাজেটকে সময়োপযোগী বাজেট বলছেন সরকার সমর্থকরা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন। ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব।
নিত্য পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের যখন হিমশিম অবস্থা তখনই জাতীয় সংসদে ঘোষণা করা হলো আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হলেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে নেই খুব বেশি উদ্যোগ । শিশুদেরাই লোভনীয় আইসক্রিম, ফ্রিজ, এসির দাম বাড়ছে। আবার মোবাইল ফোনের কথা বলার খরচ বাড়ছে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতি বন্ধের চেয়ে আরো বাড়বে এমন অভিমত অনেকের। তবে বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মিছিল করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি সময়োপযোগী বাজেট হয়েছে। জাতীয় বাজেটে কর্মসংস্থান এবং শিল্পায়নের দাবি করলেন চেম্বার অফ কমার্সের এই নেতা। সাধারণ মানুষের জীবন যাত্রাকে আরো সহজ করতে নিত্যপণ্যের দাম কমানো, কর্মসংস্থান আর শিল্পায়নের দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
















