বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতাসহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।