বাংলাদেশের আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণসহ অবাধ-নিরপেক্ষ দেখতে চায় ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ভারত সরকার সবদলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী।
সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ভারত সরকার বাংলাদেশকে সবসময় সুযোগ সুবিধা দিয়ে আসছে বলেও জানান দোরাই স্বামী ।পরে শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।




















