বাংলাদেশীদের সৌদি ফেরাতে ২৪ মে থেকে ফের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

- আপডেট সময় : ০১:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আটকে পড়া বাংলাদেশীদের সৌদি ফেরাতে ২৪ মে থেকে ফের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে প্রবাসীদের সৌদি আরব ফেরার ভোগান্তি দূর করতে কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।
বিমান সীমিত আকারে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় শুধু ঢাকা-রিয়াদ ফ্লাইট চালানো হবে।পরে সৌদির ৩ স্টেশন জেদ্দা-রিয়াদ-দাম্মামেও সীমিত আকারে ফ্লাইট যাবে। ২৪ মে দুবাইয়ের উদ্দেশেও বিমানের একটি ফ্লাইট ছেড়ে যাবে। সেই হিসাবে দুবাইয়েও সপ্তাহে দুটি এবং সৌদি আরবের ৩ স্টেশনে সপ্তাহে ২টি করে ৬টি ফ্লাইট চলাচল করবে। যাত্রী পাওয়া গেলে তখন আরও ফ্লাইট বাড়ানো হবে। হোটেল বুকিংয়ের ভাড়া কমানো, নতুন করে আরও হোটেল অন্তর্ভুক্ত করা ও কোয়ারেন্টিন জরিমানা কমানোসহ বেশ কিছু শর্ত শিথিল করার বিষয়টি নিয়ে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। করোনায় সৌদি এয়ারলাইন্সের নতুন শর্তে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রীরা। দেশটিতে নিজ খরচে ৭ দিন কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনেকের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আবার হোটেল বুকিংয়ের জন্যও আগাম গুণতেও হচ্ছে পৌনে এক লাখ টাকা।