বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় হাইকোর্টের রায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় বইটি লেখা ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃতি করে তারা যে অপরাধ করেছিল, পরে ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্টদের ঐকান্তিক ও আপ্রাণ প্রচেষ্টার কারণে তাদের অপরাধ ম্লান হয়ে গেছে। বইটি ২০১৭ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। তদন্ত প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ ব্যাংকের নামকরণ করেন। বইটির দ্বিতীয় অধ্যায়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত রয়েছে। এ কারণে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে অন্তর্ভুক্ত করা অত্যাবশ্যক ছিল।



























