বর্ষবরণের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রাসহ সব আনুষ্ঠান বাতিল

- আপডেট সময় : ০৭:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল। রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রাসহ সব আনুষ্ঠানিক বাতিল করা হয়েছে। তাই গণজমায়েত না করে, এবার ভিন্ন পেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে উদযাপিত হবে বাংলা নববর্ষ। আর নববর্ষকে সামনে রেখে, সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। সন্ধ্যায় জাতীয় সম্প্রচার মাধ্যমে সরকার প্রধানের এই ভাষণ সরাসরি প্রচার করা হবে। মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারের নতুন বছর–বঙ্গাব্দ ১৪২৭ শুরু হচ্ছে এমন এক পরিস্থিতিতে, যখন করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের ১৭ কোটি মানুষকে লকডাউনের মধ্যে কাটাতে হচ্ছে ঘরবন্দী জীবন। কিন্তু এবার করোনা মহামারীর মধ্যে পহেলা বৈশাখে নববর্ষের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। ঘরে থেকে পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপনে বাধা নেই। গণমাধ্যমেও পহেলা বৈশাখ নিয়ে উপভোগের জন্য থাকছে নানা ডিজিটাল আয়োজন।