বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মা মাহেনুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পু লিশ। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মো. শহিদুজ্জামান জানান, মেহেন্দিগঞ্জের মাঝেরচর থেকে দড়িরচর খাজুরিয়ায় এক স্বজনের জানাজায় যাওয়ার পথে ২৫ যাত্রী নিয়ে গজারিয়া নদীতে ডুবে যায় ট্রলারটি। পরে অন্যদের জীবিত উদ্ধার করা গেলেও মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এবং নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধার কাজ চলছে এখনও।