বরিশালে ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় আ’লীগের ১২ নেতাকর্মীর জামিন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
দীর্ঘ শুনানী শেষে ১০ হাজার টাকার বেলবন্ড এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও আসামী পক্ষের আইনজীবী তালুকার মো. ইউনুসের জিম্মায় তাদের জামিন মঞ্জুর করে আদালত। দুপুর সোয়া ১টায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়, দুটি মামলায় পুলিশের রিপোর্ট দেয়া পর্যন্ত জামিনে থাকবে তারা।