বরগুনায় শোকের মাতম : দোষীদের বিচার চেয়ে বিক্ষোভ

- আপডেট সময় : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
৩০ জনের মরদেহ বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদেরকে ১৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে। এদিকে, নৌপরিবহন মন্ত্রনালয়ের তদন্ত কমিটিসহ সাবেক মন্ত্রী শাহজাহান খান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেছেন। উদ্ধারে কাজ করছে ডুবুরিদল। পোড়া লঞ্চে মৃত স্বজনের মরদেহ খুঁজতে এসেছেন কেউ কেউ।
গেল রাত ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মরদেহ নিয়ে আসে জেলা প্রশাসন। এদের মধ্যে ৯টি হস্তান্তরের পর বাকি ২৭টি মরদেহ সার্কিট হাউজ মাঠে জানাজা শেষে পোটকাখালী গন কবরে দাফন করা হয়।
পুড়ে যাওয়া নৌযানটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে রাখা হয়েছে। স্বজনের খোঁজে অনেকে আহাজারী করছে পোড়া লঞ্চে। অগ্নিকান্ডের ঘটনার দোষীদের বিচার দাবি করেছে নিহতের পরিবার ও স্বজনরা।
শনিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ লঞ্চটি পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। এ সময় তিনি বলেন, তদন্তে লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৩৯ জনের মৃত্যু হয়। দগ্ধদের মধ্যে ৭০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।