বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ পাওয়া গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।
নিখোঁজদের খুঁজতে ডুবুরিদের পাশাপাশি ট্রলার নিয়ে নদীতে নেমেছে ৩৬টি পরিবারের স্বজনরা। প্রিয়জনকে জীবিত বা মৃত খুঁজে পেতে সকাল ৮টায় ঝালকাঠির মিনিপাড় থেকে তিনটি ট্রলার নিয়ে নদীতে নামেন তারা। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিদল সন্ধ্যা পর্যন্ত কাজ করবে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া। লঞ্চে অগ্নিকান্ডের সময় জীবন বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে অনেক যাত্রী। তাদের অনেকেই এখনও নিখোঁজ রয়েছে।