বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপির ত্রাণ কার্যক্রমে আ’লীগ বাধা দিচ্ছে : টুকু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপির ত্রাণ কার্যক্রমে আওয়ামী লীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বন্যা আসার পর থেকেই নানা সাহায্য-সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। অথচ তাদের ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকারের দেয়া সামান্য ত্রাণেও ভাগ বসাচ্ছে তারা। তিনি অভিযোগ করেন, জনগণের ভোগান্তি কমানো আওয়ামী লীগের লক্ষ্য নয়। মেগা প্রকল্পের নামে মহাদুর্নীতিই তাদের আসল লক্ষ্য।


















