বন্যা পরিস্থিতির আরো অবনতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে নদীতীরের অনেক এলাকায় ভাঙ্গনের পাশাপাশি দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট।
সিরাজগঞ্জে সবগুলো পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে, বইছে বিপদসীমার অনেক উপর দিয়ে। এতে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে নদীতীরবর্তী অনেক ঘরবাড়িসহ ফসলি জমি।
কুড়িগ্রামেও আরো অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দি হয়ে আছেন অন্তত ৮০ হাজার মানুষ। কাজ না থাকায় দুর্ভোগে পড়েছে বন্যা কবলিতরা।
এদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাগুলোতে দেখা দিয়ে খাবারের তীব্র সংকট।




















