বন্ধ স্কুল খুলে দেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ ও ইউনেস্কো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনার টিকার জন্য আর অপেক্ষায় না থেকে অবিলম্বে বন্ধ স্কুল খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের দুই সংস্থা- ইউনিসেফ ও ইউনেস্কো।
সোমবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এবং ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুল এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। তারা বলেন, এটা প্রমাণিত যে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো করোনা সংক্রমণ ছড়াতে মুখ্য ভূমিকা রাখছে না। আর বেশিরভাগ ক্ষেত্রে উপযুক্ত কৌশল অবলম্বনের মাধ্যমে স্কুলগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি সামাল দেয়া সম্ভব। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা মেরামতে করণীয় নির্ধারণে মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে বৈশ্বিক শিক্ষা বৈঠক হওয়ার কথা রয়েছে।