বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
সকাল থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে ওই চিকিৎসা সেবার আয়োজন করে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এখানে রেড জোন ঘোষিত চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার দেড় শতাধিক করোনা আক্রান্তসহ অন্যান্য রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে। ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পের ৭ জন চিকিৎসক ওই চিকিৎসা সেবা প্রদান করেছেন।
























