বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম লড়ছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
 - / ১৫৬৩ বার পড়া হয়েছে
 
বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম লড়ছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। চট্টগ্রামে টস হেরে ব্যাট করছে বরিশাল। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৩১ রান।
২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ক্রিস গেইল ও জ্যাক লিনটট। ১১ করে লিনটট ফিরলে ভাঙ্গে এই জুটি। তিনে নামা জিয়াউর রহমানও টেকেননি বেশিক্ষণ। ১০ রানে রাব্বির পেসে কাটা পড়েন জিয়াউর। রান পেয়েছেন গেইল তবে, ইনিংসে বড় করতে পারেননি। ৩৪ বলে ৪৫ রানে আউট হন গেইল। তিন ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলের তিনে খুলনা। সমান ম্যাচে তালিকার তলানিতে সাকিবের বরিশাল। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় সিলের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে ৪ ম্যাচে ২ জয় চট্টগ্রামের। এক ম্যাচ খেলা সিলেট হেরেছে দুই ম্যাচে।
																			
																		













