বগুড়ায় নাগরিক দুর্ভোগের আরেক নাম হাট-বাজার

- আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বগুড়ায় নাগরিক দুর্ভোগের আরেক নাম হাট-বাজার। সবগুলোরই বেহাল দশা। অস্বাস্থ্যকর পরিবেশ, কাদা-ময়লা পানি, দুর্গন্ধ, আবর্জনা আর নোংরা পরিবেশে চরম দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা। হাট-বাজার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া নেই কোথাও।
কাঁচামাল কেনাবেচার জন্য বগুড়া শহরের সবচেয়ে বড় রাজাবাজার। প্রতিদিন ভোর থেকে পাইকারি কাঁচা সবজি কেনাবেচা শুরু হয় এখানে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। আবর্জনার স্তপ পঁচা, দুর্গন্ধ, নোংরা পরিবেশ পুরো এলাকায়। ক্রেতা-বিক্রেতার চলাচল বেশ কষ্টকর। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। একই অবস্থা ফতেহ আলীসহ অন্য ১৭টি বাজারের।
প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো মানুষ। জনসাধারনের অভিযোগ, কোটি কোটি টাকা বাজার থেকে আয় হলেও উন্নয়নের ছোঁয়া নেই।
বাজার উন্নয়নে পৌর কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও মিলছে না কোন সমাধান বলে জানান এই ব্যবসায়ী নেতা।
তবে বাজার উন্নয়নে নানা উদ্যোগ নেয়ার কথা জানান পৌর মেয়র।
নাগরিক দুর্ভোগ কমাতে পৌর এলাকার ১৭টি হাট-বাজারের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ দাবি ভুক্তভোগীদের।