ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে আসছে ভ্যাকসিনের প্রথম চালান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে আগামীকাল অগ্রিম টাকা দেবে বাংলাদেশ সরকার। এদিকে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে আসছে ভ্যাকসিনের প্রথম চালান।
শুক্রবার অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিনটির অনুমোদন দেয়া হয়। এর আগে, প্রতিষ্ঠানটির দুটি দল বিশেষজ্ঞ প্যানেলের সামনে তাদের ভ্যাকসিনটির বিস্তারিত তুলে ধরে। এর একদিন পরই অনুমোদন দিল ভারতীয় বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে ভারতে অক্সফোর্ডের টিকা কার্যক্রম দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছে সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার ফলে দেশে নির্ধারিত সময়ের মধ্যেই ভ্যাকসিন আসার পথ সুগম হলো। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এমন খবর আনন্দের, তবে এখন দরকার ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিটা সেরে ফেলা।