ফেনীতে ব্যাঙেরছাতার মতো গড়ে উঠছে ঔষুধের দোকান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১৩ বার পড়া হয়েছে
ফেনীতে ব্যাঙেরছাতা মতো গড়ে উঠছে ঔষুধের দোকান। যার ৯০ ভাগরই নেই বৈধ কাগজপত্র। সরজমিনে দেখা মিলে, অনেক ফার্মেসী দোকান ব্যবস্থাপত্র ছাড়াই দিচ্ছে ঔষধ। কিন্ত এসবের বিরুদ্ধে নেই কোন প্রশাসনিক নজরদারী।
জেলায় অন্তত ১৫ হাজার ঔষধ প্রতিষ্ঠান থাকলেও ঔষধ প্রশাসনের তথ্যমতে, বৈধ রয়েছে মাত্র ১৮শটি। স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের তেমন তদারকি না থাকায় ভেজাল ঔষধ বিক্রিসহ খেয়াল খুশি মতো রাখা হচ্ছে দাম।
স্বাস্থ্য সনদ বিহীন রমরমা ব্যবসায় প্রতারণার শিকার এ অঞ্চলের লাখ লাখ মানুষ। তবে ঔষধ প্রশাসন বলছে জনবল সংকট,পরিবহন সমস্যাসহ নানা জটিলতায় তাদের অভিযান পরিচালনা কম হচ্ছে।
গত ৬ মাসে অন্তত ১৫টি অভিযান পরিচালনা করেছে ঔষধ প্রশাসন। এতে জরিমানা করা হয়েছে প্রায় দেড় লাখ টাকা।