ফুলবাড়ী ট্র্যাজেডির ১৬ বছরেও পূরণ হয়নি ৬ দফা চুক্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। ২০০৬ সালে আজকের দিনে কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে নির্বিচারে গুলি চালায় আইন শৃংখলাবাহিনী। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
সেদিন ঘটনাস্থলেই প্রাণ হারান আল আমিন, সালেকীন ও তরিকুলসহ অনেকে। আহত হন ২ শতাধিক মানুষ। আজীবন পঙ্গুত্ব বরণ করে ধুঁকে ধুঁকে জীবন যাপন করছেন অনেকে। আন্দোলন থামাতে সে সময় চারদলীয় জোট সরকার ৬ দফা চুক্তি করে। যা এখনো কার্যকর হয়নি। ১৫ বছর ধরে দাবি আদায় না হওয়ায় আবারো আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন নেতারা। একইসঙ্গে মিথ্যা মামলা তুলে নেয়ার দাবিও তাদের। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা, বিদেশী কোম্পানী এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে সেসময় আন্দোলন শুরু হয়।





















