ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে শিশু নাতিকে নিয়ে দিনাজপুরে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন এক মুসুল্লী।
এসময় ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে বিশ্বনেতাদের হস্তক্ষেপ চান তিনি। দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে জামিরুল ইসলাম তার তিন বছরের নাতিকে নিয়ে দাঁড়িয়ে যান। এমন দৃশ্য দেখে পথচারী কয়েকজন মুসুল্লিও তার পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। জামিরুল ইসলাম জানান, বর্বরোচিত হামলার দৃশ্য দেখে বিবেকের তাড়নায় প্রতিবাদ করছেন তিনি।
ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে নাগরিক সমাজের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মগড়া ব্রীজের উপরে অবস্থান কর্মসূচি নেয়া হয়। পরে এখান থেকে পৌর শহরে প্রতিবাদী মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় সবার হাতে হাতে ইসরায়েল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এদিকে, ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বগুড়া ও শেরপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।