ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এক চিলতে ভূমির জন্য বার বার ফিলিস্তিনে হামলা এবং রক্তপাতের ঘটনা পৃথীবির ইতিহাসে বিরল। শুধু ইসরাইলি দ্বারা নির্যাতিতই নয়, আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা সব সময়ই প্রতারণার শিকার ফিলিস্তিনিরা। তিনি বলেন, সব সময় ফিলিস্তিনীদের দাবি উপেক্ষিত হয়। ওআইসি এবং জাতিসংঘের মাধ্যমে তারা প্রতারিত হচ্ছেন। এসময় ইসরায়লিদের এই বর্বর হামলা বন্ধে সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান।
















