ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আইন, নীতি এবং আচরণ বর্ণবাদের শামিল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ইসরায়েলের মূল ভূখণ্ড এবং অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দেশটির সরকারের আইন, নীতি এবং আচরণ বর্ণবাদের শামিল বলে বর্ণনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এ্যামনেস্টির অভিযোগ, ইহুদি ইসরায়েলিদের সুবিধার জন্য ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন এবং আধিপত্যের একটি প্রাতিষ্ঠানিক শাসন বজায় রেখেছে। আন্তর্জাতিক আইনে বর্ণবৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে গণ্য করা হয়। এ্যামনেস্টির প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র উল্টো অভিযোগ করে বলেন, ইসরায়েল-বিদ্বেষী সংগঠনগুলো যেসব মিথ্যা, অসঙ্গতিপূর্ণ বিষয় দাবি করে থাকে, সেগুলোকেই পুনরায় ব্যবহার করেছে।