ফিলাডেলফিয়ায় বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
ফিলাডেলফিয়ায় আগাম ভোট গণনা বন্ধের দাবিতে রাস্তায় নামে কয়েকশ’ মানুষ। বৃহস্পতিবার ভোট গণনা অব্যাহত রাখার দাবিতে পাল্টা বিক্ষোভ শুরু করে বাইডেন-সমর্থকেরা।
দু’পক্ষের পাল্টাপাল্টি এ অবস্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিক্ষোভের মধ্যেই স্যুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে চলছে ভোট গণনা। আগাম জরিপের সব ফলই এবার সত্যিই মিলে যাচ্ছে। ২০১৬ সালে হিলারির হেরে যাওয়ার মতো ঘটনা এবার অন্তত ঘটছে না, মনে করছেন বিশ্লেষকরা। ভোট গ্রহণের দু দিন হতে চললেও এখন পর্যন্ত প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের ফলে এগিয়ে জো বাইডেন। যা নিয়ে আত্মবিশ্বাসী এই ডেমোক্র্যাট নেতা। ডেলাওয়্যার অঙ্গরাজ্যে বক্তব্যে বলেন, তিনি এগিয়ে থাকলেও, শেষ ব্যালট গণনা না হওয়া পর্যন্ত নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিতে চান না।



























