ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধিতে এসএমই কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে থানা রোডস্থ একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস। আদর্শ কৃষক বক্তার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেখ মোঃ জামাল, আবু বক্কর সিদ্দিক, সোলাইমান হোসেন। মতবিনিময় সভায় পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধিতে সরকারের কাছে সহজ শর্তে ঋণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয। এছাড়াও কৃষকদের অধিকার আদায়ের লক্ষে একটি সংগঠন গঠনের নেয়াও সিদ্ধান্ত হয়। সভায় জেলার ৯টি উপজেলার পেঁয়াজ বীজ চাষীরা উপস্থিত ছিলেন।
























