ফরিদপুরে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী হত্যা মামলায় একজনের ফাঁসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ফরিদপুরে ধর্ষণের শিকার এক মাদ্রাসা ছাত্রী হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। জেলার বোয়ালমারী উপজেলার মোহাম্মদ মোসলেম মোল্লার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো একই এলাকার জিন্দার আলী শেখ ওরফে পলাশ। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার। ২০১০ এর ২১ মে ওই ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জিন্দার আলীকে আসামী করে মামলা দায়ের করে। রায় ঘোষণার সময় আসামী জিন্দার আলী আদালতে উপস্থিত ছিলেন।