প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি ও মনিটরিং টিম গঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি ও জেলায় জেলায় মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
রাজধানীর ভিকারুননিসা স্কুলে পিইসি পরীক্ষা হল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, পরীক্ষায় গুজবকারীদের ছাড় দেয়া হবে না। আজকে প্রথম দিনের মতো পরীক্ষা শেষ হয়েছে। প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। সব গুলো পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। উভয় স্তরে ইংরেজি বিষয়ের মাধ্যমে শুরু হয় এবারের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীকে অংশ নিচ্ছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ শিক্ষার্থী। আর ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন। ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র।