প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত চক্রের সাত সদস্য ও তিন পরীক্ষার্থী গ্রেফতার

- আপডেট সময় : ০৯:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৭২৫ বার পড়া হয়েছে
প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত চক্রের সাত সদস্য ও তিন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার, এ কে এম হাফিজ আক্তার।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি, ব্যাংকের পাঁচটি চেক, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্ট ফোন ১০টি, বাটন মোবাইল ছয়টি, ১৮টি প্রবেশপত্র ও তিন সেট প্রশ্নপত্র জব্দ করা হয়। এ সময় নোমান সিদ্দিকী, মাহমুদুল হাসান আজাদ, আল আমিন রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, মাহবুবা নাসরীন রুপা, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসানকে আটক করা হয়। চক্রের সাথে এক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সরকারি কর্মকর্তা জড়িত ছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।