প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের হত্যার ঘটনায় মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানের গলাকেটে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামী করে থানায় মামলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মক্রতা লিয়াকত আলী জানান, মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, তাদের দুই মেয়ে নুরা , হাওয়ারিম ও ছেলে ফাদিলকে গলাকেটে হত্যার ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনে কাজ করছে এবং অপরাধীদের ধরতে একাধিক টিম অভিযান চালিয়েছে।
















