প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে আবারও আশায় বুক বেধেছে তিস্তা পাড়ের মানুষ

- আপডেট সময় : ০৫:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছে লালমনিরহাটের তিস্তা পাড়ের লাখো মানুষ। যুগ-যুগ ধরে পানির ন্যায্য হিস্যা না পাওয়ায়, বছরে একাধিকবার বন্যার কবলে পড়ে স্থানীয়রা। আর, শুষ্ক মৌসুমে ধূ ধূ বালুচর দেখে নদীকে মরুভুমি মনে হয়।
বর্ষায় ভারতের উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদী হয়ে ওঠে উত্তাল। প্লাবিত হয় নিম্নাঞ্চল, নষ্ট হয় অর্থকরী ফসল। আর স্রোতের কারনে দেখা দেয় ভয়াবহ ভাঙ্গন। বিলীন হয় বসত ভিটাসহ বিস্তীর্ণ আবাদি জমি। বছরে কয়েকবার এমন পরিস্থতির মুখোমুখি হয় তিস্তা পাড়ের লাখো মানুষ। অন্যদিকে শুস্ক মৌসুমে পানির অভাবে মুরুভূমিতে পরিনত হয় তিস্তা। পানির অভাবে ফসল ফলাতে পারে না কৃষক।
তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা পেতে পানি চুক্তির দাবি দীর্ঘদিনের। কিন্ত বিভিন্ন কারনে তা সম্ভব না হওয়ায় এবারও প্রধানমন্ত্রীর ভারত সফরে আশায় বুক বেধেছে তিস্তা পাড়ের মানুষ।
তিস্তা চুক্তি হলে সারাবছরই নদীতে পানি থাকবে। উপকৃত হবে নদী পাড়ের কৃষক– এমনটাই মনে করেন পরিবেশবিদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
তিস্তা পানি চুক্তি হলে বদলে যাবে নদী পাড়ের জীবনমান।