প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মবিরতি ভাঙলেন চা শ্রমিকরা

- আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
১৯ দিনের কর্মবিরতির পর কাজে ফিরতে শুরু করেছেন চা শ্রমিকরা। আজ সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল সোমবার থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন।
সকালে লস্করপুর চা বাগানসহ কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে যোগ দেয়। শ্রমিকেরা নিজেদের বাগানে জড়ো হয়ে এ উল্লাস প্রকাশ করেন। দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণের ঘোষণায় আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেছেন হবিগঞ্জের চা শ্রমিকেরা। মিছিলে মুখরিত হয়ে ওঠে বাগানগুলো।এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। তবে আন্দোলনের ১৯ দিনের মজুরি দাবি করেছেন শ্রমিকরাগত ৯ আগস্ট থেকে ১২০ থেকে ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছিলেন চা শ্রমিকরা। গতকাল শনিবার চা বাগান মালিকদের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরী ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ খবর জানার পর আজ শ্রমিকরা কাজে যোগ দেন