প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছেন ততদিন একটি লোকও অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা যাবেনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন একটি লোকও অনাহারে থাকবেনা এবং বিনা চিকিৎসায় কেউ মারা যাবেনা বলে জানিয়েছেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ ওমর ফারুক মিলনায়তনে করোনাকালীন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম ।