প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণের পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দখলদার ইসরায়েলের মাটিতে পা রেখে ইরানের বিরুদ্ধচারণ করেন বাইডেন।
এদিকে, রাশিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্টের চলমান পশ্চিম এশিয়া সফরের মূল লক্ষ্য- ওই অঞ্চলে ইরানবিরোধী জোট গঠন করা। এই সফরকে বাইডেনের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করছে বিশ্ব গণমাধ্যম। তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয় ইসরায়েল। দেশটির একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী। তবু, তাদেরকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। সফরের প্রথম দু’দিন ইসরায়েল থাকবেন তিনি। সাক্ষাৎ করবেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এরপর সৌদি আরব সফরে যাবেন বাইডেন।


















