প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৪২৩ রান।
৫ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। শুরুতে ফিরে যান লিটন দাস। ওয়ারিকানের চতুর্থ শিকারে পরিণত হন ৩৮ করা লিটন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নেন সাকিব আল হাসান। তবে, ইনিংস বড় করতে পারেননি সাকিব। মিরাজের সঙ্গে ৬৭ রানের জুটি ভাঙ্গে সাকিব ৬৮ রান করে ফিরলে। বিশ্বসেরা অল রাউন্ডারকে ফেরান রাকিম কর্ণওয়াল। ১৮ রানে সাজঘরে ফিরেন তাইজুল। নাঈম হাসানের অবদান ২৪। তবে, এক প্রান্ত আগলে রেখে লড়ছেন বড় সংগ্রহের কারিগড় মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির তুলে নেয়ার পথে এই অলরাউন্ডার। ৪ উইকেট নিয়ে ক্যারিবিয় সেরা বোলার জোমেল ওয়ারিকান।