প্রতারণা প্রমাণ হলে সংসদ নির্বাচনে দেড়’শ আসনে ইভিএম ব্যবহার নাও হতে পারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
প্রতারণা প্রমাণিত হলে দেড়’শ আসনে ইভিএম ব্যবহার নাও হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলে জানান, রাশেদা সুলতানা। এই কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলেও আশা করেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নির্ভুল ভোটার তালিকার বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। এ সময় আঞ্চলিক নির্বাচন অফিসার হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। পরে, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ১০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।