প্যারাডাইস পেপারে নাম আসা তাফসির মোহাম্মদ আউয়াল এর অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
প্যারাডাইস পেপারে নাম আসা মাল্টিমোড লিমিটেডের স্বত্বাধিকারী আবদুল আউয়াল মিন্টুর পুত্র তাফসির মোহাম্মদ আউয়াল এর বর্তমান অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তাফসির আউয়াল গত ৫ মে ২০২১ তারিখ আদালতে অনুমিত নিয়ে তিন মাসের জন্য বিদেশ যায়। এখনো দেশে ফিরে না এসে সময় বর্ধিত করার আবেদন করেন। তার আইনজীবী জানান সে বর্তমানে যুক্তরাজ্যে আছে। সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এসময় আদালত বর্তমান অবস্থান হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেন। একই সঙ্গে ২৩ ফেব্রুয়ারীর মধ্যে জানাতে সময় বেধে দেয় হাইকোর্ট।