পেয়াজের পর এবার চালের দাম বেড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৬০২ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় পেয়াজের পর এবার চালের দাম বেড়েছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পেঁয়াজ ও চালের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন। পেঁয়াজের সংকট কাটতে না কাটতে, চালের দাম বাড়ায় ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অন্য নেতারা। তারা দাম বৃদ্ধির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। আইনানুগ কোন ব্যবস্থা না নেয়ায় সরকারের কার্যক্রমের সমালোচনা করেন তিনি।