পেঁয়াজের বাজার এখনো অস্বাভাবিক: কৃষিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
পেঁয়াজের বাজার এখনো অস্বাভাবিক জানিয়ে কৃষামন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পণ্যটির উৎপাদন বাড়াতে সরকারের উদ্যোগ সফল হলে সংকট আর থাকবে না।
দুপুরে চট্টগ্রামে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রামের আগ্রাবাদে কৃষি সম্প্রসারণ দপ্তরের এই সভায় বিভিন্ন উপজেলাসহ পার্বত্য চট্টগ্রামের কৃষি কর্মকর্তারা অংশ নেন। এসময় মন্ত্রী কর্মকর্তাদের এলাকায় কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে কী উদ্যোগ নেয়া হয়েছে, জানতে চেয়ে বলেন, সরকার কৃষি কাজে যান্ত্রিক ব্যবহার ও উৎপাদিত পণ্যের বাণিজ্যিকীকরণ নিয়ে কাজ করছে। কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, যেসব পণ্যের সংকট সৃষ্টি হয়, এখন থেকে সেসব পণ্যের উৎপাদন বাড়ানোর উপর জোর দেয়ার পাশাপাশি বিকল্প দেশ থেকে সেসব পণ্য আমদানীর করা হবে। এসময় সাম্প্রতিক পোঁয়াজ বাজারের অস্থিতিশীলতা নিয়েও কথা বলেন কৃষিমন্ত্রী।