পেঁয়াজসহ নিত্য পণ্যের দাম বাড়ার প্রতিবাদ এবং সিন্ডিকেট ভাঙার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
পেঁয়াজসহ নিত্য পণ্যের দাম বাড়ার প্রতিবাদ এবং সিন্ডিকেট ভাঙার দাবিতে রাজধানীতে পদযাত্রা বের করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- ঢাকা কমিটি।
বিকেলে পুরানা পল্টন থেকে তারা পদযাত্রা বের করে। এর আগে বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সরকারকে দায়ি করে বলেন, এসবের সাথে সরকারের লোকজনই জড়িত। পেঁয়াজ সিন্ডিকেটসহ বাজার সিন্ডিকেটের সাথে জড়িতদের বের করে শাস্তির দাবি জানান তারা। বাজার নিয়ন্ত্রন করতে না পারায় বানিজ্য ও খাদ্যমন্ত্রী পদত্যাগ করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে সদরঘাট এবং খিলগাঁওয়ের দিকে পদযাত্রা করে সিপিবি।




















