পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় ২,৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পেঁয়াজের দাম নতুন করে আরেক দফা বাড়ানো হয় বলে জানিয়েছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। তিনি জানান, পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২,৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব একথা জানান। সচিব বলেন, এলসির মাধ্যমে সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লাগে। বর্তমানে বিপুল পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের পথে জাহাজে রয়েছে। বাণিজ্য সচিব বলেন, সর্বনিম্ন রফতানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ আমদানী তিনগুণ বেড়েছে আর মিয়ানমার থেকে চারগুণ। দ্রুত কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।